![‘আবারো দরকার শেখ হাসিনা সরকার’: ওবায়দুল কাদের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/10/abnews-24.bbbbbbbbbbbb_110247.jpg)
জামালপুর, ১০ নভেম্বর, এবিনিউজ : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন-মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে দরকার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে আওয়ামীলীগের প্রয়োজন। জামালপুরের উন্নয়ন চাইলে মির্জা আজমের প্রয়োজন। উন্নয়নের ধারা সম্পন্ন করতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে মাঠপর্যায়ের নেতা-কর্মীসহ জনগণকে নৌকা বিজয়ের জন্য আহবান জানান। মন্ত্রী আরো বলেন-স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না।মাননীয় মন্ত্রী আজ ১০ নভেম্বর বেলা ১১টায় পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি’র মাতা মরহুম শামসুন্নাহারের চেহলাম-মিলাদে যোগদান উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আগমনের পথে হাজরাবাড়ি হাই স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন।
ফুলকোচা আ’লীগ আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন-আলহাজ সুরুজ্জামান মেম্বার। যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির নানক এমপি, বস্ত্র-পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীসহ সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। একই দিন মন্ত্রী দাঁতভাঙ্গা ব্রিজের ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, শামসুন্নাহারের রুহের মাগফেরাত কামানায় মির্জা আজমের নির্বাচনী এলাকা মেলান্দহ-মাদারগঞ্জের প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মুসল্লী প্রতি ৭০ টাকা হারে তবারকের ব্যবস্থাও করা হয়েছে। ৩দিন আগেই দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সকল মসজিদ কমিটির কাছে নগদ অর্থ সরবরাহ করা হয়েছে।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা