শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্মাননা মিসেস রাবেয়া পারভীন

রাজবাড়ী জেলার সর্বোচ্চ মহিলা করদাতা

রাজবাড়ী জেলার সর্বোচ্চ মহিলা করদাতা

রাজবাড়ী, ১০ নভেম্বর, এবিনিউজ : রাজবাড়ী জেলার মহিলা করদাতা হিসেবে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন।

তিনি রাজবাড়ীর বিশেষ্ট সমাজ সেবক, চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সহধর্মিনী।

জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য রাজবাড়ী জেলার মহিলা সর্বোচ্চ করদাতা হিসেবে মিসেস রাবেয়া পারভীন মনোনীত হয়। গত ৮ই নভেম্বর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে আয়কর মেলা শেষে আয়োজিত “বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা প্রদান” অনুষ্ঠানে মিসেস রাবেয়া পারভীনের পক্ষে তার কন্যা কাজী সিরাজুম মনিরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান এবং এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত