শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সংসদ সদস্য কেয়া চৌধুরীর ওপর হামলা

সংসদ সদস্য কেয়া চৌধুরীর ওপর হামলা

সিলেট, ১০ নভেম্বর, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে মীরপুর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন বেদে পল্লীতে ওই হামলার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারা মিয়া এবং জেলা পরিষদের সদস্য সাহেদ মিয়ার নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কেয়া চৌধুরীকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরেজমিনে জানা গেছে, বিকেলে অনুষ্ঠানে আসরের নামাজের বিরতির সময় তারা মিয়া ও সাহেদ মিয়ার নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন অনুষ্ঠানস্থলে এসে কেয়া চৌধুরীর ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এসময় তারা কেয়া চৌধুরীকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ‘কে তোকে এখানে আসতে বলেছে’ ‘কে তোকে এমপি বানিয়েছে’- এমন মন্তব্য করে। এই সময় কেয়া চৌধুরী মোবাইলে ছবি তুলতে গেলে হামলাকারীরা তা ছিনিয়ে নেয়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জমিস উদ্দিন জানান, মীরপুরের বেদে পল্লীতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের কিছু লোক তর্ক-বিতর্কের একপর্যায়ে হামলা চালায়। তবে প্রশাসনের কঠোর ভূমিকার জন্য শেষপর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানান তিনি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত