![চিতলমারীতে কলেজ অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/11/rally_abnews_110476.jpg)
বাগেরহাট, ১১ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হককে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা তাকে গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, উক্ত কলেজের কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ বিশ্বজিত বালা, প্রভাষক আঃ সবুর তালুকদার, পারুল রানী সরকার, কলেজের শিক্ষার্থী মুজাহিদ, শফিক, সুমন কাজি প্রমুখ।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি