![চিতলমারীতে বাজার তদারকি অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/12/bazar_abnews_110542.jpg)
বাগেরহাট, ১২ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সিকদার শাহীনুর আলম ও সংগীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আজ রবিবার বেলা ১২ টায় উপজেলা সদর বাজারে এ অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা বাজার কর্মকর্তা (কৃষিজ বিপণন অধিদপ্তর) সুজাত হোসেন খান জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সত্য’র মিষ্টির দোকানে ১০ হাজার টাকা ও বিস্ফোরক দ্রব্য বিক্রির লাইসেন্স না থাকায় সম্ভু নাথের পেট্রল ও গ্যাসের দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়ও বাগেরহাট সদরের কান্দাপাড়া বাজারের ইত্যাদি স্টোর থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম মুন্সি, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সি, সিনিয়র ব্যবসায়ী মোঃ মুনছুর আলী খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এস সাগর, সাংবাদিক বিভাষ দাস, সবুজ সংঘের যুগ্ম-সম্পাদক শেখ জাহিদ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি