
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১২ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৩২) নামে এক বিল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের আদু মাস্টার বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের মো. জয়ত আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে আদু মাস্টার বাজারে সরকারিভাবে নির্মাণাধীন ভবনের একটি সেডের কাজ করছিলেন আব্দুল জলিল। এসময় একটি বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা