
গাজীপুর, ১২ নভেম্বর, এবিনিউজ : প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ’র ৬৯তম জন্মদিন আগামীকাল সোমবার। নানা কর্মর্সচির মধ্য দিয়ে গাজীপুরের নূহাশপল্লীতে পালিত হবে নন্দিত প্রয়াত কথা সাহিত্যিক ড: হুমায়ূন আহমেদ’র ৬৯তম জন্ম বার্ষিকী।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার রাতে (আজ) নূহাশপল্লীতে মোমবাতি প্রজ্বলন করা হবে। পরের দিন সোমবার সকালে হুমায়ূন আহমেদ’র শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে হুমায়ূন আহমেদ’র কবরে পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন ও মোজানাতে অংশ নিবেন বলে জানিয়েছেন নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল। তিনি আরো জানান, রাতে নূহাশপল্লীর প্রবেশ পথে মোমবাতি প্রজ্বলন, সকালে কেক কাটা, কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। আজ রাতেই মেহের আফরোজ শাওন নূহাশপল্লীতে চলে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, লেখক হুমায়ূর আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম গ্রহন করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯ জুলাই ২০১২ সালে ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ২৪ জুলাই গাজীপুরের পিরুজালীতে ( হোতাপাড়া ) নূহাশ পল্লীর লিচু গাছের নিচে মরদেহ দাফন করা হয়। জন্মদিন উপলক্ষে গাজীপুরের নূহাশপল্লী হুমায়ুন ভক্তদের জন্য উন্মোক্ত থাকবে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা