শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে সাংবাদিক গোপাল দেব চৌধুরী স্মরনসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সাংবাদিক গোপাল দেব চৌধুরী স্মরনসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সাংবাদিক  গোপাল দেব চৌধুরী স্মরনসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল, ১২ নভেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি গোপাল দেব চৌধুরীর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় মহসিন অডিটোরিয়ামে এ স্মরনসভা অনুস্টিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, নেসসারুুল হক খোকন, পুলিশেরর সাবেক এআইজি মালিক খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ইউএনও মোবাশশেরুল ইসলাম, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, আহমেদ ফারুক মিল্লাদ। এর আগে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্প্রসারিত নতুন রুম ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত