বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কলাপাড়ায় উপকূল দিবস পালিত

কলাপাড়ায় উপকূল দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী), ১২ নভেম্বর, এবিনিউজ : কলাপাড়ায় রবিবার সকালে ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়’র স্মরণে প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সরকারের কাছে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, ঝড়-ঝঞ্ঝা বিক্ষুব্ধ এ জনপদের নাম উপকূল। দেশের ১৯টি জেলা উপকূলের আওতাভুক্ত। এ জেলা গুলোর মধ্যে তিনটি জেলা কম ঝুঁকিপূর্ন হওয়ায় বাকী ১৬টি জেলাকে পূর্ব উপকূল, মধ্য উপকূল ও পশ্চিম উপকূলে বিভক্ত করে তিন ভাগে ভাগ করা হয়েছে। দুর্যোগ ধেয়ে এলেই ওই জনপদের মানুষের ঘর-বাড়ি, হাস-মুরগী ও ধন সম্পদের ব্যাপক ক্ষতি সাধন ঘটে।

নোনা জলের ঝাপটায় ক্ষত বিক্ষত হয় ফসলী জমি। প্রান হানি ঘটে লক্ষ লক্ষ মানুষের। তাদের স্মরণে ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, ঘুর্ণিঝড় পরবর্তী সময়ে করণীয় এবং সব খবর কেন্দ্রে দ্রুত পৌঁছনোর জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। শুধু উপকূলবাসীর জন্য নয়, গোট বিশ্বের কাছে দিবসটিকে ওয়ার্ল্ড কোষ্টাল ডে হিসাবে পরিচিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাউদ্দিন মাননু’র সভাপতিত্ব করেন। এসময় ভয়াল ১২ নভেম্বরের হৃদয় বিদারক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আহামেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, ও সদস্য রফিক বিশ্বাস।

এ সময় কলাপাড়ায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দীন আহমেদ টিপু।

এবিএন/তুষার হালদার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত