![ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসী গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/12/arrest_abnews_110618.jpg)
ফেনী, ১২ নভেম্বর, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে একাধিক মামলার পলাতক আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসি মেজবাহ উদ্দিন ফারুক বুলেট ফাহিম (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার পুলিশ আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের কমান্ডার বাজার থেকে রোববার সকালে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জনান, বুলেট এলাকার চিহ্নিত সন্ত্রাসি এবং তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ অংসখ্য অপকর্মের অভিযোগ রয়েছে।
অপরদিকে আজ রবিবার বেলা ১১টার দিকে চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রাম থেকে রড ও সিমেন্ট চুরির মামলায় সফি উল্যাহর ছেলে সিরাজ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি