শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ফেনীতে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ফেনীতে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ফেনী, ১২ নভেম্বর, এবিনিউজ : ফেনীতে ৭ দফা দাবিতে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ রবিবার দুপুরে শহরের ট্রাংক রোড শহীদ মিনারের সামনে সংগঠনের ফেনী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ফেনী জেলা সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

বক্তারা সড়ক ও জনপদ অধিদপ্তরের ৭০৫৯ জন কর্মচারী নিয়োগ ও বেতন ভাতাদির বিষয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা বাড়ানো, মাষ্টাররোলে কর্মরতদের দৈনিক মুজুরি বৃদ্ধি ও পেনশন প্রদানসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

মানববন্ধনে শ্রমিক ফেডারেশনের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধনের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতি পালন করেন সংগঠনের সদস্যরা।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত