সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘খোঁজ নিতে হবে বিএনপির সমাবেশে বাধাটা কে দিচ্ছে’

‘খোঁজ নিতে হবে বিএনপির সমাবেশে বাধাটা কে দিচ্ছে’

‘খোঁজ নিতে হবে বিএনপির সমাবেশে বাধাটা কে দিচ্ছে’

ঢাকা, ১২ নভেম্বর, এবিনিউজ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের দিন সকালে রাজধানীর নিকটবর্তী জেলাগুলো থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে কোনো ঘোষণা না থাকায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। যাদের জরুরি কাজ আছে তারা ছোট যানবাহনে ভেঙে ভেঙে, কখনও দীর্ঘ পথ হেঁটে রাজধানীতে এসেছেন। তবে নগরের ভেতরের পরিস্থিতিও খুব একটা ভালো না। স্বাভাবিকের তুলনায় বাস কম থাকায় এখানেও দীর্ঘ পথ হেঁটে বা অন্য যানবাহনে চলতে হচ্ছে লাখো মানুষকে। আবার নগরের ভেতরে কোনো কোনো এলাকায় যানজটও দেখা দিয়েছে।

বিএনপির অভিযোগ, তাদের সমাবেশে বাধা দিতে সরকারই বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এটা খতিয়ে দেখতে হবে। খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে।’

আজ রবিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে বিনা নোটিশে বাস চলাচল বন্ধের বিষয়ে প্রশ্ন করেছিলেন।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত