শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

কটিয়াদী (কিশোরগঞ্জ), ১৩ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাজার সংলগ্ন ঘিলাকান্দি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় সম্মূখে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক রিক্সাচালক নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টায় রিক্সার সাথে একটি মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক মো. মেরাজ উদ্দিন (৫৫) নিহত হন। রিক্সার যাত্রী ঘিলাকান্দি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়া আক্তার ও রেজোয়ানা আক্তার গুরুতর আহত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের ভাগলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দূর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

নিহত মো. মেরাজ উদ্দিন জামষাইট মধ্যপাড়া গ্রামের মৃত দিলু মিয়ার পুত্র।

এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত