![বাউফলে ৫ মন জাটকা ইলিশ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/baufal-zhatka_110709.jpg)
বাউফল (পটুয়াখালী) , ১৩ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে অভিজান চালিয়ে পাঁচ মন জাটকা ইলিশ আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বাউফল থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কালাইয়া মৎস্য বাজার থেকে পাঁচ মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন ।আটককৃত মাছ উপজেলা মৎস্য অফিসে এনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরন করে দেন ।
এবিএন/ মো. দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর