বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিলেটে পাথর তুলতে গিয়ে নারী শ্রমিক নিহত

সিলেটে পাথর তুলতে গিয়ে নারী শ্রমিক নিহত

সিলেট, ১৩ নভেম্বর, এবিনিউজ : সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরজুম এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত শম্পা দাস (১৮) নেত্রকোণা জেলার শ্যামপুর এলাকার রণজিৎ দাসের মেয়ে। শম্পা বাবার সঙ্গে জাফলংয়ের মোহাম্মদপুরে থেকে পাথর তোলার কাজ করতেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন জানান, বলেন, শস্পাসহ কয়েকজন শ্রমিক গর্ত থেকে পাথর তুলছিলেন । হঠাৎ মাটি ধসে পড়লে শম্পা ঘটনাস্থলেই মারা যান।

আহত ৩ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত