![বাউফলে যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/lash11_110762.jpg)
বাউফল (পটুয়াখালী), ১৩ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল আজ সোমবার সকালে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামের মফিজ বয়াতী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মফিজ উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামের বাসিন্দা মৃত জয়নাল বয়াতীর ছেলে।
মফিজের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামের ভাড়া মটরসাইকেল চালক মফিজ (২৮) রবিবার রাতে কাজ শেষে মটরসাইকেল নিয়ে ঘড়ে যায়। তার মা ভাত খাবার জন্য মফিজকে ডাকলে ভাত খেতে আসে। এমন সময় তার মোবাইলে কল আসলে একটু পরে খাব মফিজ তার মাকে বলে ঘড় থেকে বের হয়ে যায়। সারারাতে ঘড়ে ফিরে না আসলে তার মা সকালে খোজা খুজি করে। এক পর্যায়ে স্থানীয়রা আয়নাবাজ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফজলে করিম হাওলাদার বাড়ীর কাচা রাস্তায় একটি বিদ্যুতের খাম্বার নিচে রাস্তার উপরে মফিজের গায়ে গেঞ্জি ও পরনে হাপপ্যান্ট পড়া লাশ দেখতে পায়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ সকাল অনুমান ৮ ঘটিকার সময় লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তবে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পোষ্টমর্টেম রিপট পেলে চুড়ান্ত বিষয় জানা যাবে।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক