বাগেরহাট, ১৩ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ২ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলী নেতা শেখ আব্দুল কুদ্দুস।
এ সময় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী লুৎফুল হায়দার ফুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী গাজী, সাবেক ছাত্রলীগ নেতা কাজী রবিউল করিম, চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ রানা ও চরবানিয়ারী ছাত্রলীগের সভাপতি গোবিন্দ মজুমদার। সভা শেষে দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক নেতাকর্মি অংশ গ্রহন করেন।
এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা