
ঢাকা, ১৩ নভেম্বর, এবিনিউজ : সাহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আক্রোশপূর্ণ বক্তব্য দিয়েছেন— আওয়ামী লীগের এমন অভিযোগ অস্বীকার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।
নজরুল বলেন, শেখ হাসিনার ওপর নাকি খালেদা জিয়ার অন্ধ আক্রোশ। কিন্তু শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া নিয়ে বিএনপির চেয়ারপারসনের বক্তব্য ছিল রাজনৈতিক। এখানে আক্রোশের কোনো ব্যাপার নেই।