![হোসেনপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টাকার মালামাল চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/churi_110839.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৩ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল প্রতিষ্ঠান থেকে নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের কুড়িঘাট এলাকায় মা লাইব্রেরী ও কসমেটিক নামীয় প্রতিষ্ঠানে এ চুরির বিষয়টি জানাজানি হয়।
এর আগে রবিবার রাত সাড়ে ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. রহুল আমীন প্রতিষ্ঠানটি সাটার লাগিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে যান।
প্রতিষ্ঠানের মালিক মো. রহুল আমীন জানান, সকাল ৯টার দিকে প্রতিষ্ঠান খুলে ভিতরে প্রবেশ করে দেখেন, ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা এবং কসমেটিক্সের বিভিন্ন মালামাল নাই। এক পর্যায়ে দেখতে পান সিলিংয়ের উপরে চালের একটি টিনের অর্ধেকটা কাটা অবস্থায় রয়েছে। চোরেরা তার নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ চুরির ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. রহুল আমীন একটি লিখিত অভিযোগপত্র হোসেনপুর থানায় জমা দিয়েছেন। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
এবিএন/উজ্জ্বল হোসেন/জসিম/রাজ্জাক