![পায়রাবন্দরে অধিগ্রহনকৃত জমি মালিকদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/kalapara-pic-(1)-13-11-2017_110844.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ১৩ নভেম্বর, এবিনিউজ : উপজেলার লালুয়া ইউনিয়নে পায়রা সমুদ্র বন্দরের জন্য অধিগ্রহনকৃত জমির তিন গুন ক্ষতিপুরনের দাবিতে মানব বন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্থ জমি মালিকরা।
আজ সোমবার সকাল ১০টায় লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে মানব বন্ধন অনুষ্ঠিত কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করে। এসময় ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা, ইউনিয়ন আ:লীগ সভাপতি মিয়া মোহাম্মদ চান খান, ইউপি সদস্য মজিবুর রহমান, মো: আবু বকর মাওলানা, যুবদল নেতা সজল বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গ বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনগুন টাকা দিতে হবে।
এ ছাড়া যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পায়রা সমুদ্র বন্দরে চাকরি দেয়ার দাবি জানান। উল্লেখ্য, পায়রা সমুদ্র বন্দরের জন্য লালুয়া ইউনিয়ন থেকে প্রায় সাত হাজার একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু করেছে পটুয়াখালী জেলার ভূমি অধিগ্রহণ বিভাগ।
এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক