আগৈলঝাড়া (বরিশাল) , ১৪ নভেম্বর, এবিনিউজ : আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আইন শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। উদারহরণ হিসেবে তিনি জানান, গত এক মাসে থানায় মাত্র দুইটি মামলা দায়ের হয়েছে। এসময় উপজেলার সকল সাংবাদিকদের আরও দায়িত্বশীল হবার আহ্বাণ জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়. ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার, অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, এসমএমসি সভাপতি গিয়াস মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর