বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কটিয়াদীতে স্কুল ছাত্রীদের মহাসড়ক অবরোধ

কটিয়াদীতে স্কুল ছাত্রীদের মহাসড়ক অবরোধ

কটিয়াদী (কিশোরগঞ্জ), ১৪ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষকের বাসায় হামলার প্রতিবাদে স্কুলের ছাত্রীরা ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে স্কুলের ছাত্রীরা। জানা যায়, গতকাল সোমবার সকালে গিলাকান্দি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের দুজন ছাত্রী ঐ স্কুলের বিএসসি শিক্ষক জসিম উদ্দিনের নিকট প্রাইভেট পড়তে রিকশা যোগে তার বাড়িতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। দূর্ঘটনার পর সকাল ৯টার দিকে একদল দূর্বৃত্ত ঐ স্কুলের শিক্ষক মিজানুর রহমান হাবিবের উসকানীতে বিএসসি শিক্ষক জসিম উদ্দিনের বাসায় হামলা করে ভাংচুর করে। এর প্রতিবাদে স্কুলের ছাত্রীরা মঙ্গলবার স্কুলের সামনে মহা সড়কটি অবরোধ করে রাখে।

এ সময় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদেরকে ঘটনার বিষয়ে বিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদানের জন্য পরামর্শ দিলে ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, একটি সড়ক দূর্ঘটনায় ছাত্রী আহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু দূর্বৃত্ত শিক্ষক জসিম উদ্দিনের বাসায় হামলা করে ভাংচুর করে। কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। তবে সড়ক দূর্ঘটনার প্রতিবাদে মহা সড়ক অবরোধ করলে ছাত্রীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ প্রত্যাহার করতে বললে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত