হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৪ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ‘নারী এবং ডায়াবেটিস, আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর হাসান জিকো, ডা. অ্যাব্দুল্লাহ আল শামীম প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত লোকজনের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা