![কাউখালীতে ইউএনও’র শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/14/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_110959.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৪ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসারের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, জেলা পরিষদের সদস্য শাহিন রেবেকা চৈতী, দুই নম্বর আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, চার নম্বর চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কাউখালী প্রেস ক্লাব সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার সহ-আরো অনেকে।
এবিএন/ সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা