শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মতলবে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মতলবে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মতলবে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর, ১৪ নভেম্বর, এবিনিউজ : চাঁদপুরের মতলবের বরদিয়া আড়ং বাজারে জুই প্রোডাক্ট ইন্ডাষ্টিজ নামক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম।

জানা যায় উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকায় জুই প্রোডাক্ট ইন্ডাষ্টিজ নামক খাদ্য ও পন্য জাতীয় প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে চানাচুর, মটর ভাজা ও তৈল জাতীয় পন্য বাজারজাত করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী, তৈল জাতীয় পন্য ও কোম্পানীর মোড়ক উদ্ধার করা হয় এবং প্রতিষ্ঠান মালিক হাজী মোঃ রুম্মান সরকারকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রতারনা করে অবৈধ পন্থায় ব্যবসা পরিচালনা করায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ ধারা ১৮ (১) জুই প্রোডাক্ট ইন্ডাষ্টিজ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত