![বেরোবির উপাচার্য বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/14/bru-photo@abnews_110977.jpg)
রংপুর, ১৪ নভেম্বর, এবিনিউজ : যোগদানের ৫ মাসের মাথায় রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ’র বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ এনে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষকদের একাংশের সংগঠন নীল দল। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতির নির্দেশ অমান্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় ও সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান শাহীনুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছয়টি অনুষদের মধ্যে তিনটি অনুষদের ডিন বিভিন্ন বিভাগ ও দপ্তরসহ ১২ টি পদ একাই ধরে রেখেছেন । লোকপ্রশাসন বিভাগের শিক্ষকের যোগ্যতা থাকা সত্বেও বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হচ্ছে না। যার ফলে বিভাগটির কার্যক্রম অনেকটা অচল হয়ে পড়েছে। রাষ্ট্রপতির নিয়োগপত্রে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্ত দেয়া থাকলেও তিনি নিয়োগ পাওয়ার পর ২০% ক্যাম্পাসে অবস্থান করছেন।
টকশোর নামে বেশিরভাগ দিন তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করেছেন যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যোগ্যতা থাকা সত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়জন শিক্ষকের আপগ্রেডেশন আটকে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ও মার্কেটিং বিভাগের দুই শিক্ষকের চার বছর অতিবাহিত হলেও চাকরি স্থায়ী করা হয়নি।
মানববন্ধনে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান বিভাগের আপগ্রেডেশন বোর্ডে রিপুল কবিরের ভাইভা কার্ড ইস্যু করা না হলে ভাইভা বোর্ড এর সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় এবং ভবিষ্যতে শিক্ষক-কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানানো হয়।
এসময় ব্যাক্তিগত কাজে এভাবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করলে ভবিষ্যতে উপাচার্যকে ক্যাম্পাসে প্রবশ করতে বাধা দেওয়ার হুমকি দেন বক্তারা।
উল্লেখ্য যে, যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায় উপাচার্যের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ আনল নীল দল। এর আগে চলতি বছরের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের ৪র্থতম উপাচার্য হিসেবে যোগদান করেন বর্তমান উপাচার্য।
এবিএন/ডেস্ক/জসিম/রাজ্জাক