![আগৈলঝাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/14/agailjhara-photo--14-11-17_111015.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৪ নভেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল-মামুন, ডা. অসীম রঞ্জন হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, সিনিয়র স্টাফ নার্স বদরুন্নেছা, তাহমিনা বেগম, সেনিটারী ইনসপেক্টর সুকলাল সিকদার, ইপিআই টেকনোলজিস্ট মো. লোকমান হোসেন, অফিস সহকারী লুৎফর রহমান, ল্যাব টেকনিশিয়ান জাকির হোসেন ও জামাল হোসেন প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক