![আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/14/atok1_111016.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৪ নভেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় যুবদল কর্মীসহ তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সেরাল গ্রাম থেকে যুবদল কর্মী নয়ন মৃধা ও হাসিবুল মৃধাকে ৬ পিস ইয়াবাসহ পুলিশ সোমবার রাতে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও উপজেলার রত্নপুর গ্রামের মো. বাদশা বেপারীকে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ সদস্যরা ৬শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এঘটনায় এপিবিএন এসআই মো. সহিদুল আলম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক