![বাউফলে ৭মন জাটকা ইলিশ জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/elish_111065.jpg)
বাউফল (পটুয়াখালী) , ১৫ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে আজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় দাশপাড়া ন্যাংড়া মুন্সির পুল নাম স্থান থেকে ৭মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে । গোপন সংবাদের মাধ্যমে বাউফল উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান কালাইয়া ফাড়ির নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ন্যাংড়া মুন্সির পুল নামক স্থান থেকে অভিযান চালিয়ে ৭ মন জাটকা ইলিশ জব্দ করেন । এবং মো. আরিফ (১৮) ও নেছার উদ্দিন ( ২৮) দুইজনকে গ্রেফতার করে । উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেরে দেন । জব্দকৃত মাছ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা,ও দুস্থ্যদের মধ্যে বিতরন করে দেওয়া হয় ।
এবিএন/মো. দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর