শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে দু’গুরুপের সংঘর্ষে দোকান- ঘরবাড়ী ভাংচুর: আহত ২

মাদারীপুরে দু’গুরুপের সংঘর্ষে দোকান- ঘরবাড়ী ভাংচুর: আহত ২

মাদারীপুরে দু’গুরুপের সংঘর্ষে দোকান- ঘরবাড়ী ভাংচুর: আহত ২

মাদারীপুর, ১৫ নভেম্বর, এবিনিউজ : মাদারীপুর পৌর শহরের পানিছত্র এলাকায় ছোবাহান মিয়া ও হাবি বেপারীর ইট ভাটার জমির টাকার শালিসের সময় কথা কাটাকাটির একপর্যায় দু’গুরুপের সংঘর্ষে দোকান পাট ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এতে এক মহিলাসহ ২ জন আহত হয়। এলাকায় আতংক ছড়িয়ে পড়লে সদর থানার পুলিশ এসে এলাকার পরিস্থিতি শান্ত করে।

পুুলিশ ও স্থানীয় সুত্রে যানাযায়, মোঙ্গলবার রাতে ইট ভাটার মালিক ছোবাহান মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মিমাংশার জন্য ছোবাহান মিয়া ও হাবি বেপারীর ইট ভাটার জমির টাকা সংক্রান্ত মিমাংশার জন্য শালিশ বসে। শালিশের কথার বাকবিতন্ড মধ্যদিয়েই ছোবাহান মিয়ার লোকজন ও শালিশ টুকু মোল্লার লোকজন উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এতে এক মহিলাসহ ২ জন আহত হয়। আহতদের মধ্যে ছোবাহান মিয়ার র্¯¿ী জোসনা বেগমকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আহত জোসনা বেগমের স্বামী ছোবাহান মিয়া যানান, পাচখোলা ইউনিয়নের সাবেক চেয়ার ম্যান টুকু মোল্লার ও কাউন্সিলর বিপ্লব হাওলাদারের নেতৃত্বে তাদের লোকজন নিয়ে আমার বাড়ী ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও আমার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের আলমাড়ী ও ডয়ার ভেঙ্গে প্রায় ৫ লাখ টাকা ও বাসার আলমারী ভেঙ্গে দশ ভরি স্বর্ন নিয়ে যায়। আমি এই ঘটনার জরিত ব্যক্তিদের বিচার দাবি করছি।

পাচখোলা ইউনিয়নের সাবেক চেয়ার ম্যান টুকু মোল্লার কাছে হামলা, ভাংচুর টাকা লুটপাটের ঘটনার বিষয় জানতে চাইলে তিনি যানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা বানোয়াট ও ভিক্তিহীন। আমি এর তিব্র প্রতিবাদ জানাই। তবে ছোবাহান মিয়া ও হাবি বেপারীর ইট ভাটার জমির টাকা সংক্রান্ত মিমাংশার শালিশের সময় উভয় পক্ষের লোক জনের কথ কাটাকাটি নিয়ে ধাক্কা ধাক্কি হয় পরে আমি ছোবাহান মিয়াকে বলে চলে আসি। হামালা করে দোকান পাট ভাংচুর লুটপাটের ঘটনা কখন ঘটেছে আমি জানি না। এখন জানতে পারলাম আপনাদের মাধ্যমে।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, ছোবাহান মিয়া ও হাবি বেপারী, ইট ভাটার জমির টাকা সংক্রান্ত মিমাংশার সময় শালিশের কথা কাটাকাটি একপর্যায় উভয় উত্তেজিত হয়ে মারামারি ও দোকান পাট ভাংচুরের ঘটনা ঘটে। এতে জোসনা আহত হয়। এখন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রেনে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত