
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ), ১৫ নভেম্বর, এবিনিউজ : নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌরসদর বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পৌরসদরের আল আমিন স্টোরের স্বত্তাধিকারী মো.মাসুদ মিয়াকে এ জরিমানা করেন।
এসময় এসিল্যান্ডের সাথে ছিলেন পরিবেশ অধিদফতরের নরসিংদী অঞ্চলের পরিদর্শক মো.আবদুল গফুর, পৌরসদর ভূমি অফিসের নাজির মো.শাহ আলম প্রমুখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ (৬) ক ধারায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/তোহা