![লালপুরে মেডিকেলের সামনে থেকে মোটর সাইকেল চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/nator_abnews24 copy_111116.jpg)
লালপুর (নাটোর), ১৫ নভেম্বর, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে আজ বুধবার (১৫ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে মেডিকেলের জুনিয়র কনসালটেন্ট সার্জন আরসেদ আলীর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, আজ সকালে আরসেদ আলী তার ডিসকভারী-১২৫ মোটর সাইকেল বহিঃ বিভাগের সামনে রেখে রোগী দেখতে থাকেন। রোগী দেখা শেষ হলে বাহিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। মোটর সাইকেল চুরির ব্যাপারে জুনিয়র কনসালটেন্ট সার্জন আরসেদ আলী জানান, চুরির বিষয়টি লালপুর থানা পুলিশকে জানিয়েছি। প্রকাশ্য দিবালোকে এ ধরনের চুরি সত্যিই দুঃখজনক।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা