
জামালপুর, ১৫ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিনের মতবিনিময় সভা আজ ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও মেলান্দহের উন্নয়ন সমস্যা-সম্ভবানার বিষয়ের উপর সাংবাদিকদের মতামত নেন। রাষ্ট্রীয় কাজে সাংবাদিকদের সহযোগিতা, নীতির প্রশ্নে অন্যায়ের সাথে আপোষ নাকরা ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। বক্তব্য রাখেন-জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ নূরুল আলম সিদ্দিকী (ইনকিলাব), রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল (ইত্তেফাক/নিউনেশন), সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/সচেতন কণ্ঠ), মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাশেম (পল্লীকণ্ঠ), সাধারণ সম্পাদক জুলফিকার আলম (সংগ্রাম) ও যুগ্ম সম্পাদক দিলরুবা ইয়াসিমন রুমা (মানব জমিন) প্রমুখ।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা