শিবপুর (নরসিংদী), ১৫ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর পৌর শহরের গুরুত্বপূর্ন রাস্তার দুই পাশের মানুষের হাঁটা চলাচলের ফুটপাত দিন দিন দখল হয়ে যাচ্ছে। প্রতিদিন অবৈধ ভাবে বিভিন্ন ব্যবসার পসরা সাজিয়ে ফুটপাত দখল করে কোথাও কোথাও রাস্তাটি সংকুচিত করেও ফেলেছে। দেখার কেউ নেই। শিবপুর বাসস্ট্যান্ড হয়ে শিবপুর মডেল থানা, শিবপুর কলেজে গেইট, ডাক বাংলা, উপজেলা মিলনায়তন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ভবন পর্যন্ত পৌরশহরের প্রায় ১ কিলোমিটার রাস্তার দুইপাশে দের শতাধিক হকার অস্থায়ী ভাবে গড়ে তুলেছে ভাসমান ব্যবসাকেন্দ্র ।
ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় সরকারী ও বেসরকারী অফিসে বিভিন্ন সেবা নিতে এসে সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছে সাধারণ জনগণ। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে শিবপুর শহরে প্রায় অর্ধলক্ষাদিক লোকজনের সমাগম ঘটে। প্রায় অর্ধেক রাস্তা দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটা চলাচলে প্রতিনিয়ত ভোগান্তীর শিকার হতে হচ্ছে। এই অবস্থায় থেকে উত্তরনের পেতে চায় পৌরবাসী। এছাড়াও রাস্তার পাশে বড় ট্রাক দাড়িয়ে ব্যবসায়ীদের মালামাল উঠা নামা করে। তখন আরও বেশী ভোগান্তির শিকার হয়ে থাকে শিশু, নারী, স্কুল কলেজেগামী শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার ও মঙ্গলবার সপ্তাহে ২দিন শিবপুর বাজার, কলেজ গেইট, বাসস্ট্যান্ড হাট বসে। শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট, সিএনজি, অটোরিকসা, দাড়াঁনোর ফলে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজটের।
২০১৫ সালের ২৭ জুলাই শিবপুর পৌরসভার অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে শিবপুর কলেজ গেইট হতে বাসস্ট্যন্ড পর্যন্ত আরসিসি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বর্তমান স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। পরবর্তীতে আরসিসি রাস্তার কাজ শেষে গত ২০১৬ সালের ৯ জুন তারিখে ১০লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সাংসদ ৪০টি সড়ক বাতির শুভ উদ্বোধন করেন। রাস্তা প্রশস্ত ও সৌন্দর্য বর্ধণের জন্য সড়ক বাতির ব্যবস্থা করা হলে এই সুবিধাকে কাজে লাগিয়ে দিন দিন রাস্তার পাশে হকাররা গড়ে তুলছে ভাসমান ব্যবসা কেন্দ্র। এদিকে ১ কিলোমিটার আরসিসি রাস্তায় ৬টি স্পিট ব্র্যাকার দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটানো হচ্ছে। ফলে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শীলু রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেলায় উচ্ছেদের ব্যপারে নথি পত্রের তালিকা পাঠানো হয়েছে। অনুমতি পেলে উচ্ছেদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা