![নিরাপত্তা জোরদারে বেরোবি’র বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_111143.jpg)
বেরোবি (রংপুর), ১৫ নভেম্বর, এবিনিউজ : সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগানো ১০টি ক্যামেরা উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরসহ উপাচার্য দপ্তর এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়েএ দুই প্রধান ফটকে ২টি করে ৪টি, চার একাডমিক ভবন ৪টি, ক্যাফেটেরিয়া এবং কেদ্রীয় লাইব্রেরিতে একটি করে মোট ১০টি ক্যামরা চালু করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে সাবেক উপাচার্যের আমলে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা