![ফেনীতে ৩ মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/karadando@abnews24_111178.jpg)
ফেনী, ১৫ নভেম্বর, এবিনিউজ : ফেনীত মাদক বিক্রেতা, সেবনকারী ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনজনকে ছয় মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শ্যামল চন্দ্র বসাক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বুধবার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মিন্টু বড়ুয়া, মো. শাহাদাত হোসেন ও হাফিজ আহাম্মদকে ইয়াবা এবং গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্তরা ওই এলাকায় মাদক বিক্রয় ও সেবন করে আসছে এবং ট্রেনের যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শ্যামল চন্দ্র বসাক তিন মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/ইসমাঈল/জসিম/রাজ্জাক