শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় নবান্ন উৎসব

গঙ্গাচড়ায় নবান্ন উৎসব

গঙ্গাচড়া (রংপুর), ১৫ নভেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় আবহমান গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে আজ বুধবার বিকাল ৪টায় নবান্ন উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির।

কোন্দকোন্দ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পরিষদ মাঠে অনুষ্ঠিত নবান্ন উৎসব উপলক্ষে ধান কর্তন, বিভিন্ন পিটা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, মোসাদ্দেক আলী আজাদ, বিএম কলেজ এর অধ্যক্ষ নুরন্নবী রানা, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু আহমেদ লাল, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা প্রমুখ।

এ সময় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধিগণ, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এবিএন/এস এম স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত