শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কিশোরগঞ্জের হাওরে ৫ খুন, মামলা দায়ের

কিশোরগঞ্জের হাওরে ৫ খুন, মামলা দায়ের

কিশোরগঞ্জ, ১৫ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ খুনের ঘটনার এক সপ্তাহপর মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার নিহতদের দুটি পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। নিহত তিন সহোদরের পক্ষে মামলাটি দায়ের করেন নিহত ফরদিসের ছেলে রিফাকুল।

মামলায় আসামী করা হয়েছে ১২৮ জনকে। অপরদিকে নিহত মকবুল ও রাজীবের পক্ষে মামলাটি দায়ের করেন নিহত রাজীবের পিতা সুজন মিয়া। এ মামলায় আসামী করা হয়েছে ৮৬ জনকে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গতকাল দুপুরে নিহত তিন সহোদরের পক্ষে প্রথম হত্যা মামলাটি দায়ের করা হয়। পরে সন্ধ্যায় অপরপক্ষ মামলাটি দায়ের করেন। পুলিশ আসামীদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রাম গ্রামের নয়াখালে মাছ ধরার জন্যে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে তিন সহোদর ফরদিস, মাখন ও মাছুম ও প্রতিপক্ষের মকবুল ও রাজীব খুন হন।

এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার এড়াতে এলাকার বেশিরভাগ পুরুষ লোক পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

এবিএন/নাজমুল হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত