শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে সিআইপি শেখ নাসির উদ্দিনকে গণসংবর্ধণা প্রদান

অভয়নগরে সিআইপি শেখ নাসির উদ্দিনকে গণসংবর্ধণা প্রদান

অভয়নগরে সিআইপি শেখ নাসির উদ্দিনকে গণসংবর্ধণা প্রদান

অভয়নগর (যশোর), ১৫ নভেম্বর, এবিনিউজ : রপ্তানী বাণিজ্যে অসামান্য অবদান রাখায় যশোরের অভয়নগর উপজেলার তালতলায় অবস্থিত আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন এবারো সিআইপি নির্বাচিত হয়েছেন। তাকে এলাবাসীর পক্ষ থেকে বুধবার দুপুরে মিল অভ্যান্তরে এক গণ সংবর্ধণা দেওয়া হয়।

সংবর্ধণায় উপস্থিত থেকে শেখ নাসির উদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, থানা অফিসার ইনচার্য শেখ গনি মিয়া, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম, মিলের সহকারি মহাব্যবস্থাপক আবু জাফর প্রামানিক, সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) সুব্রত শর্মা, সহকারি ব্যবস্থাপক কবির খান, সহকারি ম্যানেজার আইটি এন্ড এমআইএম আনোয়ার হোসেন, সিনিয়র লেবার এন্ড ওয়েলফেয়ার অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন শতশত এলাকাবাসী, মিলের কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকেরা।অভয়নগরে সিআইপি শেখ নাসির উদ্দিনকে গণসংবর্ধণা প্রদান

গণ সংবর্ধণার পর আকিজ গ্রুপের চেয়ারম্যান প্যারালাইস্ড রোগীদের জন্য একটি আধুনিক মানের হাসপাতাল স্থাপনের জন্য সেন্টার ফর দি রিহ্যাভিলিয়েশন ওফ দি প্যারালাইস্ড (সিআরপি) সংস্থাকে জমি দান করে তার দখল বুঝে দেন। ফিতে কেটে জমি বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন সিআরপি সংস্থার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের সম্মানিত নাগরিক ভেলরি এন টেলর, সংস্থার নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ শাফিকুল ইসলাম, প্রকৌশলী সেলিমুর রহমান প্রমুখ। পরে হাসপাতালের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক জানান, এলাকার জনগনের সুবিধার কথা বিবেচনা করে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের আহবানে প্যারালাইস্ড রোগীদের জন্য একটি আধুনিক মানের হাসাপতাল স্থাপন করা হবে। এখানে প্যারালাইস্ড রোগী, মেরুদন্ডের হাড় ভাঙ্গা, সেরিব্রাল ফলসি, স্ট্রোক রোগীদের চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ-প্রত্যাঙ্গ সংযোজন করা হবে। তিনি আশা করেন আগামী দুই বছরের মধ্যে বহুতল বিশিষ্ট অবকাঠামো নির্মিত হলে রোগীদের সেবাদেয়া হবে। গরীব রোগীদের জন্য বিনা মূল্যে এ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত