
ঢাকা, ১৬ নভেম্বর, এবিনিউজ : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা- ২০ পয়সা’র বক্তব্যের সঙ্গে বিশ্বাসী নন বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। গতকাল বুধবার দুপুরে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘১৪ দলীয় জোট একটা অভিন্ন সত্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার কোনো প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’