লালপুর (নাটোর) , ১৬ নভেম্বর, এবিনিউজ : “ পালা বদলের অধিকার জনগনের হাতে রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। আগামী সংসদ নির্বাচন একটি বড় পরীক্ষা। এদেশ গণতান্ত্রিকভাবে চলবে নাকি সন্ত্রাসের রাজ্য কায়েম হবে? মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের জন্য আবার গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।” - নাটোর জেলার লালপুরের আলোচিত আখচাষী নেতা কমরেড আব্দুস সালামের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। ওয়ার্কাস পার্টি লালপুর শাখা ও উত্তরববঙ্গ চিনিকল আখচাষী সমিতি এ জনসভার আয়োজন করে ।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, লোকমান হোসেন বাদল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মামুন সরকার প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর