
গোপালগঞ্জ, ১৬ নভেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর লিমিটেডের জনপ্রিয় বীমা প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামদিয়া বাজার শাখা অফিসে এ চেক বিতরণ করা হয়। জনপ্রিয় বীমার সিনিয়র উধ্বর্তন সহকারী প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়াড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিমল বাবু, রামদিয়া ব্রাঞ্চ ম্যানেজার বিপুল কীত্তর্নীয়া, রাহুথড় ব্রাঞ্চ ম্যানেজার সুভাষ দে প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রামদিয়া বাজার শাখা অফিসের কর্মকর্তা/কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্সুরেন্সের এককালীন মেয়াদ উত্তীর্ণ ১১ জন গ্রাহককে চেক বিতরণ করা হয়।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি