![নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/nator_abnews24_111259.jpg)
নাটোর, ১৬ নভেম্বর, এবিনিউজ : নাটোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একটি ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
আজ বৃহস্পতিবার দুপুরে দিকে সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ভুবনপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩৬), তার স্ত্রী রেশমা বেগম (২৫) ও একজন ইলেকট্রিক ব্যবসায়ী (অজ্ঞাত) ।
আহত সাইফুল (৩৫), অনিক (২৫) ও চঞ্চলকে (১৮) নাটোর সদর হাসপাাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর ফায়ার স্টেশনের উপপরিচালক আক্তার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ডালসড়ক এলাকায় সিংড়াগামী একটি ইজিবাইকের সাথে বিপরীতমুখী ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ও ইজিবাইকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
আহত ৩ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এবিএন/সাদিক/জসিম/এসএ