![তারাগঞ্জে গ্রাম আদালত শীর্ষক কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/kormoshala_abnews_111307.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৬ নভেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রাম আদালত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি কর্মকর্তা নিয়ে র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও’র সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল রহমান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি তাছলীমা বেগম, কৃষি অফিসার রেজাউল করিম, অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, যুব অফিসার আব্দুর রশিদ, সমাজসেবা অফিসার শাহিনুর ইসলাম, মৎস অফিসার দীপা রাণী বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হোসনেয়ারা।
এতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জিও এনজিও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সুফল সম্পর্কে সঠিক ধারণা দেন। এ সময় বক্তারা গ্রাম পর্যায়ের মোকদ্দমার ধারা নিয়ম নীতিমালাসহ স্বল্প খরচে নিস্পত্তির ধারনা দেন।
স্থানীয় পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ভিক্তিতে কার্যক্রম পরিচালিত আছে বলে উল্লেখ্য সূত্রে জানা গেছে। এছাড়াও ঐ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি ইউএনডিপি জেলা ফ্যাসিলিটেটর মতিয়ার রহমান, ইসডিও’র জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমন্বয়কারী কল্পনা রাণী, এটুএইচ প্রকল্প উপজেলা মনিটরিং অফিসার মানিক সরকার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি