বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে প্রতিবাদ সমাবেশ

শিবপুরে প্রতিবাদ সমাবেশ

শিবপুর (নরসিংদী), ১৬ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘ বানিয়াদীতে রংপুরে সংখ্যলগুদের উপর বাড়ি-ঘড়ে অগ্নিসংযোগ ও হামলা করায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সংখ্যালগুরা বিনা দোষে আর কত নির্যাতনের শিকার হব। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

শিবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নিখিল পাল, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌরসভার সভাপতি নারায়ন বর্মন, সাধারণ সম্পাদক উজ্জল বর্মন। উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসিম ঘোষ, সাধারণ সম্পাদক রাজন রায়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন স্বপন, শিবপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক এস.এম খোরশেদ আলমসহ সকল ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত