![বাউফলে পরীক্ষায় প্রক্সি দিতে এসে চাচা গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/grefter@abnews_111327.jpg)
বাউফল (পটুয়াখালী), ১৬ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে দাখিল মাদ্রাসার সুপার এর ছেলের জেডিসি (দাখিল) সমাজ বিষয়ে ভাতিজার পরীক্ষার প্রক্সি দিতে এসে চাচা আবুল কালাম গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালিশুড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে। আবুল কালাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের আবদুস সালাম মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালিশুড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে জেডিসি (দাখিল) পরীক্ষায় চাঁদকাঠী ডিএস দাখিল মাদ্রাসার সুপার জাকির হোসেন এর ছেলে আহম্মেদ জোবায়ের রোল নং ৩২২৯০১ পরীক্ষাথীর সমাজ বিষয়ে পরীক্ষার প্রক্সি দিতে এসে ওই মাদ্রাসার ছাত্র আবুল কাল গ্রেফতার হয়েছে। উল্লেখ্য আহম্মেদ জোবায়ের এর চাচা আবুল কালাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন,আজ বিকাল চার ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদাল বসিয়ে আটককৃত ছাত্র শিশু হওয়ায় মুছলেকা রেখে সাধারন ক্ষমা করে ছেরে দেন । এবং প্রকৃত পরীক্ষাথীকে, কেন্দ্র সচিব ও হল সুপারকে বহিস্কার করা হয়েছে। সংশিষ্ট মাদ্রাসার সুপারের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পত্র দেয়া হবে।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক