![বাউফলে হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/graftarr_111329.jpg)
বাউফল (পটুয়াখালী), ১৬ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে কলেজ ছাত্র জীবন ব্যাপারী নিহতের মামলার প্রধান আসামী মিন্টু মৃধাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে চারটার দিকে পটুয়াখালীর লোহালিয়া এলাকার পাজরাভাঙা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বাউফলের গোসিঙ্গা গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করে ২৭ নভেম্বর শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে ওই এলাকার ঘের মালিক মিন্টু মৃধার বেধরক পিটুনিতে মৃত্যু হয় দশমিনা উপজেলার সানকিপুরা গ্রামের জিতু বেপারীর ছেলে গলাচিপার উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জীবন বেপারীর(১৮)। ওই ঘটনায় জীবন ব্যাপারির ভাই মিন্টুকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিল মিন্টু।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জীবন ব্যাপারী হত্যা মামলার আসামী মিন্টুকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে।’
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক