![বাউফলে সড়ক দূর্ঘনায় আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/ahoto@abnews_111330.jpg)
বাউফল (পটুয়াখালী), ১৬ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে আজ বৃহস্পতিবার দুপুরে সড়কদূর্ঘনায় দুই সহোদর ভাই মিলন (২২), মারুফ( ১৭) ও হিরা দেবনাথ (২৫) তিনজন আহত হয়েছে ।
আহত পরিবার সূত্রে জানা যায় গতকাল দুপুর দুই টার সময় দুই সহোদর ভাই মিলন ও মারুফ তাদের নিজ বাড়ী বিলবিলাস গ্রাম থেকে উপজেলার কনকদিয়া ইউনিয়নে আ,স,ম ফিরোজ গোল্ডকাপ ফুটবল সেমিফাইনাল খেলা দেখতে দুই ভাই মোটরসাইকেল যোগে যাওয়ার পথে গোসিংগা আপছেরের গ্রেরেজ নামক স্থানে বিপরীত থেকে আসা টমটম সাথে ধাক্কা লেগে মিলন ও মারুফ গুরত্বর আহত হন । তাতে টমটম ড্রাইভার আহত হন। আহত তিনজনকে স্থানীয় জনগন বাউফল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুই ভাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ছোট ভাইর মারুফ মোটরসাইকেলের পিছনে বসা ছিল বড় ভাই মিলন।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক