![মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/dakati_1_111333.jpg)
মানিকগঞ্জ, ১৬ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জ শহরে নাগ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেছে।
বুধবারের ডাকাতির ঘটনায় পুলিশ সোহেল মোল্লা নামে এক ডাকাতকে আটক করা হয়েছে বলে এ সময় পুলিশ সুপার বলেন, বৃস্পতিবার সকালে সাটুরিয়া থানা পুলিশ ৬ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, ১১ টি ককটেল, ২টি চাপাতী ও লুণ্ঠিত ৩টি স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেল উদ্ধার হয়েছে। তাছাড়া পুলিশ ডাকাতদের ব্যবহৃত হাইচ মাইক্রোবাসটি উদ্ধার করে। আটককৃত ডাকাত সোহেল মোল্লা (২৬) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তরভিটা বাড়ির রহিম মোল্লার ছেলে।
উল্লেখ্য, মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে বুধবার সন্ধায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় সাটুরিয়া এলাকায় পৌছিলে রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া থানা পুলিশের সাথে গোলাগুলি হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়। ডাকাতদের ছোঁড়া গুলি ও ককটেলের আঘাতে গুরতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন সটিুরিয়া থানায় এসআই আসলাম ও এসআই অহিদুজ্জামান। বুধবারে ঘটনায় ১ ডাকাত অাটক ও কিছু সরঞ্জাম উদ্ধার হলেও মানিকগঞ্জ শহর ও সাটুরিয়ায় ব্যবসায়ী ও সাধারন মানুষদের মধ্যে আতংক বিরাজ করছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/রাজ্জাক