বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুক্তিযোদ্ধা হত্যায় যশোরে ২ চরমপন্থির ফাঁসি কার্যকর

মুক্তিযোদ্ধা হত্যায় যশোরে ২ চরমপন্থির ফাঁসি কার্যকর

মুক্তিযোদ্ধা হত্যায় যশোরে ২ চরমপন্থির ফাঁসি কার্যকর

যশোর, ১৭ নভেম্বর, এবিনিউজ : চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধা মনোয়ার মেম্বার হত্যা মামলায় দুই আসামি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

দণ্ডিতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আকসের আলীর ছেলে গোলাম রসুল ঝড়ু (৭৫) ও একই এলাকার মৃত মুরাদ আলীর ছেলে আবদুল মোকিম (৬০)।

যশোরের জ্যেষ্ঠ জেল সুপার কামাল হোসেন জানান, কারাগারে ময়নাতদন্ত শেষে ঝড়ুর ছেলে তরিকুল ইসলাম এবং মোকিমের ছেলে মোকলেস নিজ নিজ বাবার মরদেহ বুঝে নিয়েছেন।

একটি অ্যাম্বুলেন্সে করে লাশ দুটি কারাগার থেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন দিলিপ কুমার রায়।

এর আগে কারাগার মসজিদের পেশ ইমাম তাদের তওবা পড়ান।

মামলার বরাত দিয়ে কামাল হোসেন জানান, ১৯৯৪ সালের ২৮ জুন আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের বাদল সর্দ্দারের বাড়িতে ঢুকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি পরিচয়ে কয়েকজন চরমপন্থি কুপিয়ে হত্যা করে ইউপি সদস্য একই গ্রামের বরকুল মন্ডলের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনকে।

ওই দিনই মনোয়ার মেম্বারের ভাই মুক্তিযোদ্ধা অহিম উদ্দীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

২০০৮ সালের ১৭ এপ্রিল এ হত্যা মামলার রায় ঘোষিত হয় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে। রায়ে ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বাকি ১৬ জন বেকসুর খালাস পান।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন দুর্লভপুর গ্রামের মৃত কুদরত আলীর ছেলে আমিরুল ইসলাম ও একই গ্রামের আবু বক্করের ছেলে হিয়া।

নিহত মুক্তিযোদ্ধার মেজ ছেলে ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, আমার নিরপরাধ পিতার হত্যার বিচার চেয়ে চরমপšিীদের হুমকি সহ্য করেছি। পিতার হত্যার বিচার পেয়েছি। আমরা খুশি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত